
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন জাতীয় নির্বাহী কমিটির সদস্য খিলগাঁও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা ড, এমরানুল হক (৪২)গতকাল বৃহস্পতিবার হৃদরোগ আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক বেলায়েতের মারকাজ কামাল্লা দরবার শরীফের প্রতিষ্ঠাতা রাহবার অলিয়ে কামেল আলহাজ্ব মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুর (রহঃ) সুযোগ্য সাহেবজাদা ও খলিফা, আমিরে শরীয়ত পীরে কামেল শাইখুল হাদিস শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর মোঃ সাইফুর রহমান খন্দকার পীর সাহেব কামাল্লা দরবার শরীর মুরাদনগর কুমিল্লা ও প্রধান মুহাদ্দিস কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা। কামাল্লার পীর এক শোক বার্তায় বলেন আমার ক্লাসমেট ও বন্ধুবর মাওলানা এমরানুল হক সুনামের সহিত খিলগাও মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করে শিক্ষার্থীদেরকে সত্যিকারের নায়েবে রাসূল হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যায়ী ছিলেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নিবেদিত প্রাণ হয়ে জ্ঞান দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছিলেন। পরিশেষে কামাল্লার হজরত পীর সাহেব বলেন তাহার মৃত্যুতে আমরা একজন হকের বলিষ্ঠ কণ্ঠস্বর ও একজন হকপন্থী শুভাকাঙ্ক্ষী হারালাম। আমি মদিনার জামাতের সকল ভক্তবিন্দুর পক্ষ থেকে তাহার রুহের আত্মার মাগফেরাত কামনা করছি ও তাহার মৃত্যুর সংবাদে আমরা সকলে শোকাহত ও মর্মাহত এবং আমি তাহার শোকসন্তপ্ত পরিবার যাতে ধৈর্য ধারণ করতে পারে সেই তৌফিক দান করার জন্য রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি।মাওলানা এমরানুল হক মৃত্যুকালে পিটা স্ত্রী এক পুত্র দুই কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন। তাহাকে জানাজা শেষে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।