
ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> শহরে কলাতলী সৈকত সংলগ্ন গভীর সমুদ্রে র্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ২১পাচারকারীকে আটক করেছে।শুক্রবার (১১ এপ্রিল) কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মিয়ানমার থেকে সাগরপথে পাচার হয়ে আসা ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে পৌঁছানোর সংবাদ পেয়ে র্যাব ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালায়। এ সময়, সন্দেহজনক দুটি ট্রলারকে থামার জন্য সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে।দীর্ঘ এক ঘন্টার ধাওয়া শেষে ট্রলার দুটি আটক করা হয়।এতে তল্লাশি চালিয়ে বরফ রাখার ঘরে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ২১ পাচারকারীকে আটক করা হয়। যারা জেলের ছদ্মবেশে ছিল। আটক ব্যক্তিদের মধ্যে ৩জন কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং বাকিরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক পাচারকারিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।এই সফল অভিযান সাগরপথে মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।