
সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> উপদেষ্টার নির্দেশনা মানলেন না বিএমডিএ চেয়ারম্যান, অভিযোগ বোর্ড সদস্যের’ বাংলাদেশ সংবাদ প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামান।বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের পক্ষে পাঠানো এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠন নিয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন। যাতে তিনি বলছেন, বিএমডিএর চেয়ারম্যানকে জড়িয়ে প্রকাশিত খবরে যে তথ্য দেওয়া হয়েছে তা ভিত্তিহীন।বিবৃতিতে বলা হয়েছে, বিএমডিএ, প্রধান কার্যালয় দপ্তর স্মারক নং-২৮৯৯ তারিখঃ ২৫/০৩/২০২৫ খ্রি. মোতাবেক মোঃ সাইফুল ইসলাম হীরককে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরবর্তীতে গত ২৭/০৩/২০২৫ খ্রি. তারিখে কৃষি উপদেষ্টা মহোদয় এর কক্ষে উদ্ভুত ঘটনার বিষয়ে আলোচনায় কৃষি সচিব উস্খাপন করেন যে, মোঃ সাইফুল ইসলাম হীরককে আহবায়ক করে কমিটি গঠন করা হলে জেলা প্রশাসক, রাজশাহী ও পুলিশ সুপার, রাজশাহী তাঁর ডাকে আসবেন না। অতঃপর মন্ত্রণালয় কর্তৃক কৃষি মন্ত্রণালয় স্মারক নং-১০৪ তারিখঃ ২৭/০৩/২০২৫ খ্রি. মোতাবেক একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক করে কমিটি গঠিত হয়েছে।এছাড়াও উপদেষ্টা মহোদয় বোর্ড সদস্যদের নিয়ে কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ঘটনা তদন্ত পূর্বক প্রতিবেদন জমাদানের নির্দেশ দেন। এ প্রেক্ষিতে গত ০৩/০৪/২০২৫ খ্রি. তারিখে উদ্ভুত ঘটনা তদন্ত পূর্বক আলোচনার জন্য ডাকা হলে মোঃ সাইফুল ইসলাম হীরক অনুপস্থিত থাকেন। অদ্য ১০/০৪/২০২৫ খ্রি. তারিখে পুনঃরায় উক্ত ঘটনা তদন্তের জন্য ডাকা হলে তিনি সকালে এসে একটি চিঠি দিয়ে মিটিংএ অনুপস্থিত হয়ে বিভ্রান্তিমুলক বক্তব্য প্রদান করেন, যা খুবই দুঃখজনক। এমন অসত্য ও মনগড়া বক্তব্য চেয়ারম্যান তথা বিএমডিএ’র ভাবমূর্তি ক্ষুন্ন করার শামিল। কৃষি খাতের অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান হিসাবে বিএমডিএ অত্যান্ত সুনামের সাথে কাজ করে চলেছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি ছড়াবে, যা কর্তৃপক্ষের আগামীর পথচলাকে ক্ষতিগ্রস্থ করবে।