
প্রতিনিধি মোংলা >>> মোরেলগঞ্জের শ্রীধাম লক্ষীখালী ধামে লাখো ভক্তের পদচারণায় মুখরিত গোপাল চাঁদ মেলা।বৃহস্পতিবার ১০এপ্রিল গভীর রাত থেকে ত্রিয়োদশী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের দেশ ও পার্শবর্তী বিভিন্ন দেশ থেকে লাখলাখ ভক্তরা এ মেলায় অংশ গ্রহণ করেন। ভক্তদের নিশান, ডাঙ্গা, ঢোলের বাধ্যে মুখরিত হয়ে ওঠে মেলার মাঠ।এবারের পূন্যস্নান ত্রিয়োদশী তিথীতে গোপাল সাধুর ধামে ৫থেকে ৬লাখ মতুয়া ভক্তের আগমন ঘটে,আগত মতুয়া ভক্তরা বলেন প্রতি বছর বারুনী উৎসবে অংশ গ্ৰহন করে পুন্য স্নানোৎসবে কামনা বাসনা সাগরে স্নান করে পাপপূর্ণ মোছন করে সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে থাকি,এখানে মেলার আদলে গৃহস্থলীর আসবাপত্র মিষ্টির দোকান ও শিশুদের খেলনার রকমারি পশরা সাজিয়ে বসেছে দোকানিরা,মেলায় বিশৃঙ্খলা অপতৎপরতা ও অপৃত্তিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় যুবকদের নিয়ে একাধিক সেচ্ছাসেবক টিম মেলার মাঠে তৎপর রয়েছেন বলে জানিয়েছেন মোংলা থানা তদন্ত কর্মকর্তা মানিক চন্দ্র রায়।স্থানীয়রা বলেন এখানে মতুয়া সম্প্রদায় ছাড়াও সকল ধর্মের মানুষের আগমন ঘটে আমাদের পক্ষ থেকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে থাকি । এবারের বারুণী স্নান উৎসবে মতুয়া মেলায় বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বলে জানান শ্রীধাম লক্ষীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুর ও আয়োজক কমিটি রবীন্দ্রনাথ মন্ডল।পূর্ণব্রক্ষ্ম শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের ২১৪তম শুভ জয়ন্তি জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত লক্ষীখালী গ্রামে তার ভক্ত শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের লীলাধামে প্রতিবছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলা নামে পরিচিত।