
মোঃ দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর, রংপুর।
তারিখঃ ০৭ এপ্রিল ২০২৫ খ্রিঃ
ওগো দয়াময় মহান মালিক
দুনিয়ায় তোমার রহমত অসীম
তুমি মহান সৃষ্টিকর্তা রহমান রাহীম
তোমার খেলা তুমি খেলো বুঝা দায়।
আসমান কাদেঁ জমিন কাঁদে
আকাশ কাঁদে বাসভূমি হারিয়ে
বুকে রক্ত ঝরে বারুদ বোমার
ধ্বংসস্তুপে লক্ষ্য তাজা প্রান মরে।
আজান থামে মসজিদ কাঁদে
বিকট বিস্ফোরণে গুলি চলে
আর কতকাল কাঁদবে মানুষ
মরবে গাজা ফিলিস্তিনের ভুমিতে।
আকাশ ভরা ধোঁয়ার কুয়াশা
বন্ধুক গর্জে চলছে রাতদিন
নিরপরাধ চোখ দু-জোড়া তো
আজ সবসময়ই আতঙ্কে মলিন।
আর কতোকাল ফিলিস্তিনরা
মরবে ধুকে ধুকে নিজস্ব বাসস্থানে
এবার জাগো বিশ্ব মুসলিম জাগো
ঐক্যে গড়ে ইসরায়েলকে দাও রুখে।
এই লড়াই আর কতো দিন চলবে
ফিলিস্তিনের বুকে দেখবে কতো লাশ
ইসরায়েল কতো করবে তাদের সর্বনাশ
রক্তে ভেজা ফিলিস্তিন জাগ্রত হও মুসলিম।