
মো দেলোয়ার হোসেন সিদ্দিকী
মহানগর রংপুর
তারিখ ০৮ এপ্রিল ২০২৫ খ্রিঃ
তোমাকে ভাবলে হৃদয়টা কাঁদে
তোমাকে নিয়ে জীবন ভেবে চলে
জ্যোৎস্নার মত স্বপ্ন গুলো ভাসে
বৃষ্টির মত মন মেঘের ভেলা দোলে।
চোখের পলকে হারিয়ে যাই
তোমার স্মৃতির গভীর ছায়ায়
নিজকে নতুনত্বে আবিষ্কার করি
ছুটে চলা দুর হতে দুরন্ত পথে।
শব্দহীন রাতের আকাশে চাঁদ উঠে
তোমার নামেই জ্বলে তারা হয়ে
হাওয়ায় হাওয়ায় খুঁজে ফিরি
তোমার ছোঁয়ায় স্মৃতির প্রতিচ্ছবি।
তুমি আছো বলে সকাল আসে
শিশিরের সূর্যের আলোয় হাসি
আপন মনে সূর্য ওঠে হৃদয়ের পাশে
ভালোবাসা শুধু শব্দ নয় অনুভূতি।
তুমি মানেই আমার পরিচয়ের ধ্বনি
তোমাকে নিয়ে বারংবার চিন্তা করি
তোমার আমার দেখা হোক কাছাকাছি
আমি তোমাকে ভিশন ভালোবাসি।