
আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> প্রাণের মায়া ত্যাগ করে দেশপ্রেমে ব্রতী হওয়া লাখো শহিদের আত্মত্যাগে জন্ম নেয় আমাদের এই দেশ।দেশপ্রেমে জ্বলে উঠুক প্রতিটি হৃদয়,ঐক্যের সুরে বয়ে যাক মুক্তির গান। স্বাধীনতার স্বপ্নে এগিয়ে যাক নতুন বাংলাদেশ। এ স্লোগানে উজ্জীবিত হয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীত পরিবেশন,কুচকা ওয়াজ,প্রীতি ফুটবল প্রতিযোগিতা,শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,ইউএনও মৌসুমী হক,কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।পাশাপাশি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,থানা পুলিশ,বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি,জাতীয় নাগরিক পার্টি শহীদ মিনারে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনে পুস্পস্তবক অর্পণ করেন।