
ইমরান আহমদ :
চট্টগ্রামের অন্যতম আলোচিত সামাজিক সংগঠন রেইনবো ফাউন্ডেশন পবিত্র রমজান উপলক্ষে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলছে, যেখানে প্রতিদিন প্রায় ৪০০ মানুষের জন্য ইফতার সরবরাহ করা হচ্ছে।
এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা করছে Old Faujians Association – Chattogram Chapter।রেইনবো ফাউন্ডেশনের চেয়ারম্যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ডীন ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরীর দিকনির্দেশনায় ২০ জন স্বেচ্ছাসেবক প্রতিদিন এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে আবার মানবতার পথে
কিছুদিন আগে লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় ত্রাণ কার্যক্রম শেষ করে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল রেইনবো ফাউন্ডেশন। সেই অপ্রত্যাশিত বিরতির পর সংগঠনটি আবারো মানবতার সেবায় আত্মনিয়োগ করেছে। তাদের এই প্রত্যাবর্তন শুধু সংগঠনের সদস্যদের জন্যই নয়, বরং চট্টগ্রামের মানবিক কার্যক্রমের ইতিহাসেও এক উদাহরণ হয়ে থাকবে।রেইনবো ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ সমাজের প্রতি তাদের দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ। সংগঠনটির এই প্রচেষ্টা যেমন অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছে, তেমনি সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।
মানবতার জয়গান গাইতে রেইনবো ফাউন্ডেশনর
মজানের পবিত্রতায় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে রেইনবো ফাউন্ডেশনের এই অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়। মানবিকতার এ পথচলা যেন অব্যাহত থাকে, সেই প্রত্যাশাই করছে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ।