
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানী হাটে অবস্থিত আশশেফা স্কুল এন্ড কলেজের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানি হাট শহর শাখার আওতাধীন বাস ইউনিটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৭মার্চ রবিবার বিকালে আশশেফা স্কুল এন্ড কলেজের হলরুমে শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানি হাট শহর শাখার বাস ইউনিটের সভাপতি আবুল বশরের সভাপতিত্বে, কেরানি হাট শহর শাখার সভাপতি মোক্তার আহমদের সঞ্চালনায় কেরানি হাট শহর শাখার বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল মালেকের দরসুল কোরআনের মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল জলিল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা নায়েবে আমীর প্রফেসর জয়নাল আবেদিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানি হাট শহর শাখার সহ সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।এছাড়াও ইফতার মাহফিলে বাস ইউনিটের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার শূরা ও কর্ম পরিষদ সদস্য ডাক্তার আব্দুল জলিল বলেছেন, শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ মোস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।তিনি বলেন, ইসলাম পূর্বযুগে দাস প্রথা চালু ছিল। রাসুল সা. তা বিলুপ্ত করে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। ইসলাম পূর্ব যুগে মজুরেরা সঠিক মজুরী পেতোনা। রাসুল সা. ঘাম শুকানোর আগেই শ্রমিকের পাওনা পরিশোধের বিধান জারী করেছেন। ইসলাম শ্রমিকের অধিকার আদায়কে ফরজ করে দিয়েছে। ইসলামের সঠিক বিধান সমাজ ও রাষ্ট্রে যথাযথভাবে অনুসৃত হলে কোনো শ্রমিকের তিল পরিমাণ অধিকার কেউ ক্ষুণ্ন করতে পারবে না।তিনি আরো বলেন, শ্রমিকেরা সারাদিন কঠোর পরিশ্রম করেন। এই পরিশ্রমের সাথে ইসলামের অনুশাসনসমূহ অনুসরণ করা গেলে শ্রমিক ভাইদের দুনিয়া – আখেরাত দুটোই সফল হবে।তিনি বলেন, পৃথিবীতে যুগে যুগে শ্রমিকেরা যে আদর্শের শ্লোগান তুলেছে সে আদর্শ বিজয়ী হয়েছে। শ্রমিক সমাজকে বাদ দিয়ে কোথাও কখনও কোনো বিপ্লব সাধিত হয়নি। তাই ইসলামের আলোকে বৈষম্য মুক্ত আদর্শ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেরানিহাট শহর শাখার বাস ইউনিটের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।