
প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)মোঃচাঁন মিয়া
এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এক জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ গ্রহন করে। লোগাং জোন ৷ উক্ত কর্মসূচীতে এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুস্থ জনসাধারণের পাশে সহযোগিতার হাত বাড়ায় (৩ বিজিবি) লোগাং জোন। ১৬ মে (মঙ্গলবার) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে সহায়তা
সামগ্রী তুলে দেন লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম।জানা যায়, আবেদনের প্রেক্ষিতে সেলাই জানা দু:স্থ মহিলাদের সেলাই মেশিন, শিক্ষার্থীকে ফরম ফিলাপের টাকা, শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়কে নগদ অর্থ ও দু:স্থ পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।