
আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে রনচন্ডি ইউনিয়নকে শিশু শ্রম,বাল্যবিবাহ,ক্ষুধা ও অপুষ্টিসহ প্লাস্টিক দূষণ মুক্ত গঠনে মতবিনিময় সভা ও সমঝোতা চুক্তিপত্র অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ফেব্রুয়ারি)সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে রনচন্ডি ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা ও সমঝোতা চুক্তিপত্র অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হক,সচিব মোকছেদুল ইসলাম,রনচন্ডি স্কুল এন্ড কলেজের অধ্যাপক মোশফিকুর রহমান,জিয়াউর রহমান,সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাজু আহম্মেদ,ধর্মীয় নেতৃবৃন্দ,শিশু ও যুব ফোরাম সদস্য প্রমুখ।এসময় উপস্থিত ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে উল্লেখিত পাঁচ সামাজিক ব্যাধিকে২০২৬ সালের মধ্যে ০ (শূন্যে)পর্যায়ে এনে রনচন্ডি ইউনিয়নকে একটি সুখী -সমৃদ্ধি ও প্লাস্টিক দূষণ রোধ করে পরিবেশবান্ধব গঠনে চেয়ারম্যান ও সচিব সমঝোতা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।