
পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় নির্মাণ করা তিনতলা মডেল জামে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আনুষ্টানিক উদ্বোধন করলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গণপূর্ত অধিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানে নির্মাণকাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্টান।
সোমবার সকাল ১০টায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্টান অনুষ্টিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের কর্ম তৎপরতার মাধ্যমে সমাজের অপরাধ প্রবণতা কমে আসবে।
মসজিদ কমিটির সভাপতি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার, প্রকল্প পরিচালক ফেরদৌস-উজ-জামান, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা ডিডি ফাহমিদা বেগম, ইসলামিক ফাউন্ডেশন পেকুয়া উপজেলা সুপারভাইজার নুরুল হক সিকদারসহ স্থানীয়রা গণ্যমান্য ব্যক্তিবর্গরা।