
সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।প্রনাম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে রাজশাহীর তানোরে ও নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। উপজেলার বিভিন্ন স্কুল,কলেজসহ সার্বজনীন ও পারিবারিক নানা আয়োজনে হয়েছে পূজা অর্চনা।সরেজমিনে সোমবার(৩ ফেব্রুয়ারি)সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে,সত্য,ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবীকে বরণ করে নিতে পাড়া,মহল্লায় তৈরি হয়েছে ছোট-বড় পূজা মন্ডপ।পূজা উপলক্ষ্যে মন্ডপে মন্ডপে সাজসজ্জা,আলাকসজ্জা, পূজার্চনা,অঞ্জলী ও প্রসাদ বিতরণের মধ্য দিয় ব্যস্ত সময় পার করছেন পূজারিরা।পুরোহিত দিলিপ মুখার্জি জানান, শীতল ষষ্ঠীতে শিশুদের হাতেখড়ি,ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথা প্রচলিত আছে হিন্দু সমাজে।সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজা বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে।তারা আরও বলেন,পঞ্জিকা অনুযায়ী বসন্ত পঞ্চমীর তিথি রবিবার বেলা ১২ টা ১২ মিনিট ৫৯ সেকেন্ডে শুরু হবে এবং সোমবার সকাল ৯ টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ডে শেষ হবে।এ সময়ের মধ্যেই সরস্বতী পূজা।অর্চনা অনুষ্ঠিত হবে।কোনো ধরনের ঝুটঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে জাঁকজমক পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে।দুই দিন মিলে পঞ্চমী তিথি হওয়ায় অনেক ভক্তরাই রবিবার পূজা সম্পন্ন করেছেন।পূজা উদযাপন কমিটির দেওয়া তথ্যমতে জানাগেছে,স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিক সব মিলিয়ে উপজেলায় এ বছর ছোট-বড় প্রায় ২শত মণ্ডপে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।পূজারি বৃন্দরা জানান, এ বছর পূজা-অর্চনা,অঞ্জলি,প্রসাদ বিতরণ ছাড়াও বিভিন্ন স্থানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।এ উপলক্ষে হিন্দু সম্প্রদায় শিবরামপুর পূজা মণ্ডপ ও পারিবারিক ভাবে বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন করেন।