
এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কবিরহাটে বাটিয়ো ইউনিয়ন ফসলিজমি দখল করে লোকালয়ে গড়ে তোলা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।এর আগেই ২ ডিসেম্বর প্রশাসনীক ভাবে বেঙে দেওয়ার পর আবারও ইটের ভাটা চালু করেন বারবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে এবং সাত দিন সময় মধ্যে জায়গা খালি কারর নিষিদ্ধ।সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন “একতা ব্রিকস ম্যানুফ্যাকচারিং” নামের ইটভাটায় অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণ করায় ২০১৭ সালে এই ইটভাটার আবেদন না মঞ্জুর করা হয়। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স না নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল “একতা ব্রিকস ফিল্ড”। অন্যদিকে পূর্বের আদেশ অমান্য করায় ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। এবং ১৫ দিনের মধ্যে সব সামগ্রী সরানোর নির্দেশনা দেওয়া হয়।