
পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে আগুনে এক বসতঘর পুড়ে গেছে বলে খবর পাওয়া যায়।শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে বারবাকিয়া নাজির পাড়া এলাকা কবির আহমদের বসতঘরে অগ্নি দূর্ঘটনা ঘটে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত একটার দিকে কবির আহমদের বাড়িতে প্রচন্ড আগুন দেখা যায়।আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকেরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে থাকে এবং পেকুয়া উপজেলা দমকল বাহিনীকে খবর দেয়ার পর তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুরো বাড়ি পুড়ে ছাঁই হয়ে যায়।বাড়ির মালিক কবির আহমদের ছেলে বোরহান উদ্দিন বলেন ,পূর্বশত্রুতার যেরে কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান, রাতে কবির আহমদের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কোথায় থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।পেকুয়া উপজেলা দমকল অফিস সুত্রে জানা যায়, রাত ১ টা ১০ মিনিটের সময় আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। ততক্ষণে বাড়িটি পুড়ে ছাই হয়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে এনে আশ পাশের বাড়িগুলো আগুন থেকে রক্ষা করতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষ টাকার হতে পারে।