আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী চাটখিল প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, উপজেলার শাহাপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের প্রসাদপুর গ্রামের ইসমাইল পালের বাড়ীতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত আসামীরা হলেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের আসমা বেগম (৩৪) এবং চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের পারভীন আক্তার (৪০)।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুজন আসামীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ছয়শত পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদক উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।