রিপোর্ট এনামুল হক রাশেদী >>> শহীদের রক্তের বিনিময়ে এই দেশকে দ্বীন প্রতিষ্টার কাজকে আরো বেগবান করা হবে।শহীদ সালাহ উদ্দিন ভাইয়ের রক্তে এওচিয়া ইউনিয়নের প্রতি ইঞ্চি মাঠি উর্বর ভূমিতে পরিনত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারী) সকাল ৮টায় এওচিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডে শহীদের বাড়ির পাশের মসজিদে খতমে কুরআন ও আলোচনা সভার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অফিস সম্পাদক জিল্লুর রহমান একথা বলেন।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১০৯তম শহীদ সাতকানিয়া এওচিয়ার কৃতি সন্তান সালাহউদ্দিনের ২৫ শাহাদাত বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্হানীয় মসজিদে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা অফিস সম্পাদক জিল্লুর রহমান প্রধান বক্তা শহীদের বড় মাওলানা ইয়াহিয়া জেলা সাহিত্য সম্পাদক ইয়াছিন এওচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি ডাঃ জাফর উল্লাহ বর্তমান সহ-সভাপতি মু.জাকারিয়া কাঞ্চনা ইউনিয়ন সেক্রেটারি জায়েদ হোসাইন,সাতকানিয়া মাধ্যমের সাবেক সভাপতি সাঈদ আল হিসাম,শাখার সেক্রটারি তারেক,সাঈদ, মাওলানা ইলিয়াস প্রমুখ।