এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রায় এক হাজার পাঁচ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা বিএনপি’র অন্নতম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম।শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে উপজেলার রামপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক রামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী একরামুল হকের সভাপতিত্বে প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান টিপু,জেলা সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন,কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন মেম্বার, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আবু নাছের মেম্বার,কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন জিকু,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আজিজ আজমির যুব নেতা হাজী ইব্রাহীম বিএনপির নেতা আলমগীর সহ সংগঠনের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে শুক্রবার বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের প্রায় ৮ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম।