রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>>
চট্টগ্রাম সাতকানিয়ায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল (ট্রায়ালের ওষুধ-বিক্রি নিষিদ্ধ) ওষুধ বিক্রির অপরাধে ৪ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে,উপজেলার মেইন রোড,দেওদিঘী বাজার,ফুলতলা বাজারে ওষুধ’র দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্র্রেট দ্বয় পৌরসভার নাছির মেডিকেল হল কে,১০ হাজার টাকা,আলম মেডিকেল হল কে,১০ হাজার,উপজলার দেওদিঘী বাজার)মমতাজ মেডিকেল হল-কে ৫ হাজার (ফুলতলা বাজার) তানভীর ফার্মেসি কে,২ হাজার টাকার অর্থদণ্ড দেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।সার্বিক সহযোগিতায় ছিলেন,ওষুধ প্রশাসন অধিদপ্তর,চট্টগ্রাম এর ড্রাগ সুপার জনাব আবিদ আহসান,উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশের একটি টিম।
ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,সাতকানিয়া পৌরসভার মেইন রোড,দেওদিঘী বাজার,ফুলতলা বাজারে ওষুধ এর দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওষুধের দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিসিয়ান্স স্যাম্পল,নকল ওষুধপাওয়ার অপরাধে,ওষুধ ও কসমেটিক্স আইন,২০২৩ এর সংস্লিষ্ট ধারায় চার ঔষধের দোকানে দোকানিকে ৪টি মামলায়,২৭ হাজার টাকা জরিমানা করা হয়।দোকানে এন্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের জন্য রেজিস্ট্রার মেইনটেন করতে বলা হয়।এসময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয় বলে জানান ফারিস্তা করিম।