এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত নোয়াখালীর বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিটনের সভাপতিত্বে ও সদস্য করিমুল হক সাথীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভা ও বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মোহাম্মদ ফৌজুল আজিম।বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় অফিসার সোহরাব হোসেন,উপজেলা বিএনপি’র সদস্য ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।উপস্থিত ছিলেন চাপরাশির হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার,বিএনপির নেতা মোঃ কামাল উদ্দিন,বসুরহাট পৌরসভা বিএনপির সহ-সভাপতি শওকত হোসেন সগীর,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল, সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ প্রমুখ।