মিজানুর রহমান কুড়িগ্রাম >>> আওয়ামী লীগের আমলে আমার মেয়ে ফেলানী হত্যার বিচার পাইনি। দেশ স্বাধীন হয়েছে এবং আমার পাশে দাঁড়িয়েছে ছাত্ররা, তাই আশা করছি আমার মেয়ের বিচার পাবো। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।বৃহস্পতিবার বিকেলে ফেলানীর বাবা নুরুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী রামখানা দিঘীরপাড়ে ভারতীয় আগ্রাসন, ফেলানী হত্যা সহ সীমান্তে হত্যার আশু বিচার এবং ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধের দাবিতে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত সভায় বক্তব্যে এসব কথা বলেন।সমাবেশে বক্তারা বলেন, ২৪’র ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে ভারতের তাঁবেদারি করার জন্য নয়। এদেশে যেই সরকার হোক তারা যদি ভারতের তাঁবেদারি হয়,তাদেরকেও দিল্লী যেতে হবে। এদেশে আবারও কোন স্বৈরাচারের জন্ম হতে পারে,সেটা অন্য কোনো নামে বা অন্য কোনো রূপে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, যে সমস্ত লোক নেতা নির্বাচিত হওয়ার পরে মাটিতে পা রাখে না তাদের থেকে সাবধান থাকতে হবে। সৎ যোগ্য গ্রহণযোগ্য লোককে নির্বাচন করতে হবে।বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সারজিস আলম, নিজাম উদ্দীন, আতিক মুজাহিদ, আবু সাইদ লিওন, মাহদী,রিফাত রিদওয়ানসহ কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।পথ সভা শেষে রামখানা দিঘির পাড় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে ফেলানীর করব জিয়ারত ও দোয়া করেন নেতারা। এরপর জেলার নাগেশ্বরী উপজেলার রামখানায় ফেলানীর বাড়ি মুখে লংমার্চ শুরু করেন তারা। পথে চারটি পথসভায় বক্তব্য দেন ও লিফলেট বিতরণ করেন।