আনোয়ার হোসেন কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি>>>প্রশাসনিক নানা কর্মব্যস্ততার মাঝেও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মানবিক নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মৌসুমী হক গরীব -দুঃখী শীতার্ত মানুষের নিদারুন কষ্ট লাঘবে প্রতিনিয়ত বিভিন্ন এতিমখানা ও এলাকা ঘুরে ঘুরে কম্বল নিয়ে হাজির হচ্ছেন। বিগত কয়েক দিনের ন্যায় বুধবার (৮জানুয়ারি) দুপুরে বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি কালুর ঘাট রহমানিয়া হাফিজিয়া এতিমখানা মাদরাসার ১৮জন কোমলমতি দ্বীনি শিশু শিক্ষার্থীদের মাঝে শীতের উষ্ণতা ছড়াতে কম্বল উপহার দেন। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সামাজিক সংগঠন এ্যাডকিউ এর ব্যবস্থাপনায় (৩য় পর্যায়) এ কম্বল উপহার দেওয়া হয়। হাড় কাঁপানো শীতে হঠাৎ মমতাময়ী মায়ের মত উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে শীতবস্ত্র দেখে এতিম শিশু শিক্ষার্থীরা আশ্চর্য হওয়ার পাশাপাশি খুশিতে আত্মহারা হয়ে পড়েন। বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,কালুরঘাট মাহবুবুবিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল জলিল, এ্যাডকিউ এর সভাপতি আব্দুল মান্নান, সদস্য আব্দুল লতিফ প্রমানিক, অত্র এতিম খানা মাদরাসার মোহতামিম হাফেজ শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এসময় নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক গণমাধ্যমকে বলেন প্রচন্ড শীতে উপজেলাবাসী কষ্ট পাচ্ছেন। শীতে যেন কোনো এতিম খানা -মাদরাসার শিক্ষার্থীসহ দুস্থ- অসহায় পরিবার কষ্ট না পায়, সেজন্য যথা সময়ে তাদের পাশে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়াচ্ছি।