সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি>>>দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল ছোটহাতিয়া কালামিয়ার পাড়ায় রেহেনা বেগম নামের স্বামী পরিত্যক্তা ১নারী ও তার ছেলে রিদুয়ানকে মারধরের দায়ে হানিফ ও কাবিল হোসেন নামের ২ব্যক্তির বিরুদ্ধে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গতকাল সন্ধানর দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।সূত্র জানায়,রেহেনা বেগম গরুকে ঘাস খাওয়ানোর জন্য খোলা মাটে গরু নিয়ে গেলে আবু হানিফ নিষেধ করে।আবু হানিফ খোলা মাট বর্গা চাষের জন্য মালিকের কাছ থেকে বর্গা নিয়েছে বলে রেহেনা বেগমকে জানায়।ঐ মুহুর্তে রেহেনা বেগম ও আবু হানিফ পরস্পর পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে অতর্কিত অবস্থায় আবু হানিফ রেহেনা বেগমকে এলোপাথাড়ি দায়ের কোপ মারে রক্তাক্ত আঘাত করে বলে অভিযোগ সূত্রে জানা যায়।এমনকি রেহেনা বেগমের ছেলে রিদুয়ান এগিয়ে আসলে রিদুয়ানকেও মারধর করে বলে জানা যায়।রেহেনা বেগম ও রিদুয়ানের কান্নাকাটির শোর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে সাতকানিয়া হাসপাতালে ভর্তি করেন।তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।
এব্যাপারে আবু হানিফের কাছে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।এব্যাপারে আবু হানিফের পিতা কাবিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনা শুনেছি।তবে এটির ব্যাপারে আমি সঠিক সমাধান হওয়ার জন্য যতটুকু সহযোগীতা করা প্রয়োজন ততটুকু করব বলে জানান।
এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাতকানিয়া থানার সাব ইন্সপেক্টর এমরানের কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।