আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম>>>চট্টগ্রামের মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ৫৮ কেজি গাঁজা উদ্ধার সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত ০১ পিকআপ এবং ০১ মোটর সাইকেল জব্দ করেছে চট্টগ্রাম র্যাব।শুক্রবার ৩ জানুয়ায়ী চট্টগ্রাম মহানগরীর বাইজিতে এলাকা এবং ফেনী মডেল থানাধীন ফতেহপুর এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়।আটকৃতরা হলেন মোঃ মামুন মিয়া (৪২),কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর এলাকার রাজা মিয়ার পুত্র।মোঃ রবিউল হোসেন (৩০),একই উপজেলার গাছবাড়িয়া এলাকার -মোঃ আবুল কালামের পুত্র।মোঃ নূরনবী (৩৯),ফেনী জেলার সোনাগাজী উপজেলার মুসলিমবাড়ী এলাকার-মোঃ আব্দুল হকের পুত্র।র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে আমরা জানতে পারি, কতিপয় মাদক ব্যবসায়ী একটি পিকআপ যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে।উক্ত তথ্যের ভিত্তিতে আমাদের চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফতেহপুর এলাকায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক ০১টি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে থামিয়ে কৌশলে দুইজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা উল্লেখিত ৩ আসামীকে আটক করে,পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা পিকআপটির পিছনে মালামাল বহন করার স্থানে ০৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ৪৮ কেজি গাঁজা, ০২টি ঢেউটিন উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ সহ আসামীদের গ্রেফতার করা হয়।অপরদিকে একটি মোটরসাইকেল’কে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে থামিয়ে ০১জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামী মোঃ রবিউল হোসেন নামের এক যুবককে গ্রেফতার করে,পরে তার হেফাজতে থাকা একটি কাধ ব্যাগের ভিতর হতে নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্বার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেটি জব্দ সহ গ্রেফতার করা হয়।মেজর-ভারপ্রাপ্ত উপ-পিরচালক (মিডয়া) মাঃ সাদমান সািকব আজ সকাল ১১ টার দিকে তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আসামীদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সহ অন্যান্য আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদের চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এবং ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।