রিপোর্টঃ রিয়াজুল ইসলাম কাওছা# ইতালি থেকে>>>
বাংলাদেশ সমিতি পিয়েলতেল্লো,মিলান ইতালির সভাপতি ইউনুস মোড়ল মিলানের একটি হাসপাতালে পহেলা জানুয়ারি বুধবার মধ্য রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর
।তাঁর দেশের বাড়ি
মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর গ্রামে।তিনি দীর্ঘদিন যাবত স্বপরিবারে ইতালির মিলানের পিয়েলতেল্লো শহরে বসবাস করতেন।মৃত্যু কালে তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আগামী ৩ জানুয়ারি শুক্রবার মিলানোস্থ সেরনেস্কো হাসপাতালে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।উল্লেখ্য তিনি স্ট্রোক করে বেশকিছু দিন যাবত শারীরিক অসুস্থতায় চিকিৎসা সেবা নিচ্ছিলেন।তার মৃত্যুতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।