আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে,কেরানিহাট বান্দরবান রাস্তার মাথা এলাইট হাসপাতালের সামনে সিএনজির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে বাসের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছেন।বৃহস্পতিবার ০২ (জানুয়ারি)বিকালে তিনটার দিকে, কেরানিহাটের বান্দরবান রাস্তার মাতা এলাইট হসপিটালের সামনে দুর্ঘটনা ঘটে।নিহত ইসনান আলম (১৩)কক্সবাজার জেলা উখিয়া উপজেলার,ছোটখালী সিকদার পাড়া এলাকার বাহাদুর আলমের পুত্র।নিহতের বড় বোনজামাই মোহাম্মদ সাইমন বলেন,নিহত ইসনান কক্সবাজারের একটি মাদরাসার ছাত্র মাস খানেক আগে সে কেরানিহাটে বোনের কাছে বেড়াতে আসছিল।এসময় গ্লাস ফিটিংসের কাজ শিখছিল।রাস্তা পার হবার সময় কেরানিহাট হতে বাজালিয়াগামী একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে বান্দরবান হতে কেরানীহাটগামী পূর্বানী বাস (চট্ট মেট্রো ব ১১- ০১৫১) এর চাকায় পিষ্ট হয়ে ইসনানের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কেরানিহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদুল ইসলাম জানান,কেরানিহাট এলাকায় এলাইট হাসপাতালের সামনে এক কিশোর ক্রিকেট খেলার সময় রোডে বল চলে গেলে তা নিতে গিয়ে পিছন থেকে সিএনজির ধাক্কায় পড়ে গিয়ে বাসের চাক্কায় পিস্ট হয়ে তৎকানিক ঘটনাস্থলেই ইসনান আলম (১৩) ছেলেটির মৃত্যু হয়, তাকে আমরা উদ্ধার করে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল খান বলেন,ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোক গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে কোন পক্ষের অভিযোগ না থাকায়,লাশ তার পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।