আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়নে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরের দল নগদ সৌদি ২৫ হাজার রিয়াল ও বাংলা টাকা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
এছাড়া ঘরের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। বুধবার(১ জুলাই) দিবাগত রাতে যেকোনো সময়ে সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের মোঃ মহসিন এর বাড়িতে কাঞ্চনা ইউনিয়ন এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের করাইয়ানগর এলাকার বাসিন্দা
প্রবাসী মহসিন বাড়িতে কেউ থাকেননা। বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল রান্নাঘরের দেয়াল ভেঙে প্রবেশ করে। পরে ঘরের মূল দরজা ও প্রত্যেক কক্ষের দরজার তালা ভেঙে ফেলে।ইতিমধ্যে গ্রামবাসীর সন্ধ্যা হবার জন্য আটক করে। এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এরপর আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে জিনিসপত্র তছনছ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ আজ বৃহস্পতিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়ির মালিক মহাসেন বলেন এলাকায় একটা সংঘবদ্ধ চক্র আছে তারা দীর্ঘদিন যাবত যেই ভারতে মানুষ না তাকে সেই বাড়িতে চুরি করে আসতেছে, সেই একই
চোরের দল বাড়ির প্রত্যেকটি কক্ষের সমস্ত জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। ঘর থেকে তারা নগদ টাকা, স্বর্ণালংকার, এলইডি টিভি ও মূল্যবান জিনিসপত্রসহ লক্ষ টাকার টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করবো।
এই ঘটনায় তদন্তে আসা সাতকানিয়া থানার এসআই বেলাল উদ্দিন জানান, সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দা মোঃ মুহসিনের বাড়িতে চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আশপাশের লোকজনের সাথে কথা বলেছি।ওই বাড়িতে কেউ না থাকায়, সেই সুযোগে চোরের দল রান্নাঘর হয়ে প্রবেশ করে মূল ঘরের দরজা ও প্রত্যেক রুমের দরজার তালা ভেঙে ফেলে। এরপর রুমের সকল জিনিসপত্র তছনছ করেছে। আমরা এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান জানান, চুরি হওয়া বাড়িতে কেউ ছিল না।বাড়ির বেশ কিছু জিনিসপত্র তছনছ করে ফেলেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ সন্দেহজনক লোকদের গতিবিধি পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।সন্দেহভাজন একজনকে এলাকাবাসী ধরে পুলিশকে সুপর্দ করেছে।