নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির সাবেক এমপি ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ইমেজ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা নেজামুদ্দীন নদভীর ইশারায় শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) মো. আরমান উদ্দিনকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ২৯ ডিসেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ আধুনিক হাসপাতালের সামনে লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম দোসর আবু রেজা নদভীর ইন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী শ্রমিকলীগ নেতা ড্যাম্পার খোরশেদ এর মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলনের মাধ্যমে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর ইমেজ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে।লোহাগাড়ার সাবেক ওসি ও দুদকের মামলার আসামি শাহজাহানের সাথে খোরশেদের অবৈধ সম্পদের সম্পর্ক রয়েছে। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে করা হামলায় তার সরাসরি অংশগ্রহণ ছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করা মানিলন্ডারিংকারীদের তালিকায় লোহাগাড়া থেকে এক নম্বরে রয়েছে খোরশেদ। নদভীর ইন্ধনে আশ্রয়ে ও প্রশ্রয়ে খোরশেদ যুবলীগের ক্যাডার বাদশা খালেদকে সাথে নিয়ে গরীব অসহায় মানুষদের জায়গা-জমি বিভিন্নভাবে জাল-জালিয়াতি ও দখলের মাধ্যমে হাতিয়ে নিয়েছে।মানববন্ধনে মোহাম্মদ হোসেন নামের এক ভুক্তভোগী বলেন, সৌদি আরবে দীর্ঘ প্রবাসজীবনে আমার সারাজীবনের ইনকাম দিয়ে একটি মার্কেট তৈরি করেছিলাম সেটি সাবেক এমপি নদভীর ইন্ধনে আশ্রয়ে ও প্রশ্রয়ে যুবলীগের ক্যাডার বাদশা খালেদকে সাথে নিয়ে শ্রমিকলীগ নেতা খোরশেদ এস্কাভেটর দিয়ে ভেঙে দখল করে। এরপর আমাকে এবং আমার ছেলেদের ১০/১৫টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৫ই আগষ্ট পরবর্তীতেও তাঁর অপতৎপরতা থেমে নেই আবারও মিথ্যা মামলার আসামী করেছে এবং শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সচিব (পিএস) মো. আরমান উদ্দিন ও আমার ছেলেকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে তাঁর দখলদারিত্ব অব্যাহত রাখতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমার অনুরোধ আমার জায়গা ও মার্কেট আমাকে বুঝিয়ে দেওয়া হোক।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী কিভাবে জনসমক্ষে ঘুরাঘুরি করে এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করার সুযোগ পায় সেটায় দায় আপনাদের নিতে আগামী ২৪ ঘন্টার মধ্যে শ্রমিকলীগ নেতা খোরশেদকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানানো হয়।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে লোহাগাড়ার সচেতন নাগরিক সমাজ এর পক্ষ থেকে মাস্টার নাছির উদ্দীন, আবদুল গণী, ইকবাল হোসেন, সাইদুর রহমান, মুছা তোরিন, মোহাম্মদ সেলিম সহ হাজার খানেক ছাত্র-জনতা ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।