সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক>>> খুলনার চুকনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২৮ ডিসেম্বর সন্ধায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে,রোস্তমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।আটলিয়া ইউনিয়নের ১নং রোস্তমপুর ওয়ার্ডের সহ-সভাপতি মাষ্টার সাইখুল আযম’র সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী,৫নং আটলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মঈন উদ্দীন’র সঞ্চালানায়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,খুলনা জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডুমুরিয়া উপজেলা শাখার আমীর মাওলানা মুখতার হুসাইন,সহকারি সেক্রেটারি,মাওঃ ফরহাদ আল-মাহমুদ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,৫নং আটলিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ মতিউর রহমান,সহ-সভাপতি হাফেজ আবু বকর সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক,মাওঃ রুহুল আমীনসহ বক্তব্য রাখেন উপজেলা ও আটলিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।