সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক খুলনা>>> খুলনা নগরীর প্রবেশদ্বার গল্লামারী এলাকায় ময়ূর নদীর উপর পাশাপাশি দুটি সেতু নির্মাণ কাজ চলছে খুবই ধীরগতিতে।ময়ূর নদীর উভয় পাড়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট।এ নিয়ে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এমন পরিস্থিতিতে রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় সেতু এলাকায় মানবন্ধন করে ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) নামের একটি সংগঠন।মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা,ও (কেডিএস) সংগঠনের নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা বলেন,২০২৩ সালের অক্টোবরে গল্লামারী সেতু নির্মাণ কাজ শুরু হয়।কিন্তু খুবই ধীরগতিতে কাজ চলছে।ব্যস্ততম এলাকার সড়কের কমপক্ষে দুই-তৃতীয়াংশ জায়গা ঘিরে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় সমগ্র এলাকাজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।ফলে একদিকে যানবাহন চলাচলে মারাত্মক বিশৃঙ্খলা,অন্যদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে।গল্লামারী এখন একটি অসহ্য যন্ত্রণার নাম।মানববন্ধনে জানানো হয়,প্রতিটি সেতুর দৈর্ঘ্য ৬৮.৭০ মিটার ও প্রস্থ ১৩.৭০ মিটার।পানির স্তর থেকে সেতুটি ৫ মিটার উঁচুতে নির্মাণ করা হচ্ছে।প্রকল্পের ব্যয় প্রায় ৬৮ কোটি টাকা।২০২৫ সালের মে মাসের মধ্যে কাজ শেষ করার কথা।কিন্তু যে গতিতে কাজ চলছে তাতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।আর নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারলে ব্যয় বৃদ্ধি পেতে পারে।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদসদস্যবৃন্দ, গল্লামারি বাজার বণিক সমিতি,এবং সর্বসাধারন প্রমুখ।