আনোয়ারুল আজিমঃ (নোয়াখালী) চাটখিল প্রতিনিধি>>>বিআরডিবিভুক্ত নোয়াখালীর ‘চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’ এর চেয়ারম্যান মনোনীত হয়েছেন মহিন উদ্দীন তরফদার।তিনি চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক।৫ আগস্ট পরবর্তী সময়ে পূর্ববর্তী কমিটির সদস্যদের ৩ জনের পদত্যাগ ও একজনের বিদেশ গমন এর কারণে কমিটির কোরাম সংকট দেখা দেয়।যে কারণে বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক ২৬ ডিসেম্বর ৩ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেন।কমিটির অন্য দুজন সদস্য হচ্ছেন চাটখিল পৌরসভার সাবেক কাউন্সিল ও পৌর বিএনপি যুগ্ম সম্পাদক মো. নূর নবী, উপজেলা সমবায় পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।উপজেলা সমবায় অফিসার মনির হােসেন বলেন, ‘সমবায় আইনের ১৮ (৫) ধারায় চার মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দৈনন্দিন ব্যবস্থাপনা নির্বাহ ও নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করবে।নতুন চেয়ারম্যান মহিন উদ্দিন তরফদার বলেন, ‘চাটখিল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’ এর বিগত সময়ের চেয়ারম্যানরা বিভিন্ন প্রকার অনিয়ম দুর্নীতি করে নিজেদের পকেট বারি করেছেন।আমরা সমবায় সমিতিগুলোর কল্যাণে কাজ করবো।’