মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার ডাকবাংলো চত্বরের বনবিভাগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আহমেদ আযম খান এসব কথা বলেন।শনিবার(২৮ডিসেম্বর)বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন অঞ্চলে মাইকিং করে বনবিভাগের আওতায় শত বছরের পুরনো স্থাপনা উচ্ছেদের নোটিশ জারি করেছে বন বিভাগ।ইতিমধ্যে সখিপুরসহ আশেপাশের কয়েকটি উপজেলায় বনবিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছেন।এতে উপজেলার সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।পূর্ব ঘোষণা অনুসারে সমাবেশের ডাকে সকাল থেকে উপজেলা ময়দান সর্বস্তরের মানুষের উপস্থিতে কানায় কানায় ভরে যায়।পরে সংক্ষিপ্ত মিছিল শেষে ডাকবাংলো চত্বরে সমাবেশের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান।বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন,শুধু ভোটের জন্য মানুষকে বোকা বানানো নয়।আমি নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে নয় এমন আইন সংশোধনে দৃঢ় প্রতিজ্ঞ।বনবিভাগের মাধ্যমে যেন আর কোন মানুষ হয়রানির শিকার না হয়,এ বিষয়ে সর্বোচ্চ মহলে শীগ্রই কথা বলার চেষ্টা করবো।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাষ্টার,মীর আবুল হাশেম আজাদ,হাজী আ.গনি,ফরহাদ ইকবাল,একাব্বর হোসেন প্রমূখ।