
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর বাউফলের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে বিজয় দিবসের অনুষ্ঠানে বহিরাগতের হামলা ও দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার ঘটনার মামলায় অভিযুক্ত মোহাম্মদ রিশাদকে (১৮) গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ৷মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে৷করতে আসে সোহাগ রানা নামের এক যুবলীগ কর্মী।তখন তাকে দেখে ধাওয়া দিয়ে মারধর করে সেখানে উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীরা।স্থানীয়দের অভিযোগ,কলেজে শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত আলভি,হানিফ,তাবজিল ও রিশাদ ‘কমরেড’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করে।এর আগেও একাধিক শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ আছে এই কিশোর গ্যাং গ্রুপটির বিরুদ্ধে।সেসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার হয়েছিলো৷ তবে স্থানীয় এক প্রভাবশালী যুবলীগ নেতার দাপটে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবারগুলো৷গত মে মাসে তন্ময় নামের এক ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মামলা করলেও নেতাদের চাপে তুলে নিতে বাধ্য হয়।এদিকে গ্রেফতার কিশোর গ্যাং সদস্য রিশাদের মায়ের দাবি তার ছেলে কোনো ধরনের অপরাধে জড়িত না।গতকাল কলেজে হামলার সময়েও তার ছেলে উপস্থিত ছিলো না।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,কালাইয়া কলেজের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।