
আবুহায়াত আহমেদ (তাহিরপুর)>>> মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বড়ছড়া ফুটবল খেলার মাঠে এক অনুষ্টিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উপজেলার প্রধান খেলার মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।এদিন সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা কৃষকদলের দলের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক (সাবেক সভাপতি – তাহিরপুর উপজেলা বিএনপি)।আরো উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার কৃষকলিগের সহকর্মী গণ। যাদের রক্তের সাথে মিশে রয়েছে জিয়াউর রহমান এর ভালোবাসা।তার বক্তব্যে তিনি বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, “এই দিনটি আমাদের গর্ব ও অহংকার, আমাদের দেশকে স্বাধীন করার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।”অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।১০০ মিটার দৌড়, ফুটবল,বাস্কেটবল,ক্রিকেট,ব্যাডমিন্টন,মহিলাদের বালিশ খেলা দড়ি টানানো এবং দৌড়সহ প্রায় ১৫টি খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতায় উত্তেজনা ছিল তুঙ্গে।ম্যাচটি ছিল বিশেষ আকর্ষণ,যেখানে তাহিরপুর সরকারি কলেজ এবং তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একে অপরকে চ্যালেঞ্জ জানায়।বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিস্কুট খেলার প্রতিযোগিতা ছিল অত্যন্ত জনপ্রিয়।প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী,বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তাহিরপুর উপজেলা কৃষকদলের সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক ।তিনি বলেন, “শুধু শিক্ষায় নয়, শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়ার ভূমিকা অপরিসীম।”এছাড়া, শিক্ষকরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রতিযোগিতার আয়োজনের জন্য নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।বিশেষ করে, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।দিন শেষে,বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়,যা সকলের জন্য আনন্দের মুহূর্ত ছিল।এটি শুধু ক্রীড়া অনুষ্ঠান ছিল না,বরং জাতীয় চেতনা, দেশপ্রেম এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির এক দুর্দান্ত মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে।তাহিরপুর উপজেলা এবার আরও বৃহত্তর পরিসরে এই ধরনের আয়োজনের পরিকল্পনা করছে