নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান>>> বাঙালি জাতিকে মেধা শূন্য করার জন্য ১৪ই ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।সকল বুদ্ধিজীবীদের স্মরণ করে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।শনিবার সকালে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি,গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান,বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম,জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী,গঙ্গাচড়া উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা নায়েবুজ্জামান, নায়েবে আমির তাজ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সেক্রেটারি ইউনুস আলী,প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি, আব্দুল মজিদ, গন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব,বৈসম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঙ্গাচড়া উপজেলা শাখার সমন্বয়ক আলী আল রাদিত সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।