নিউজ ডেক্স>>> গত ১৯ নভেম্বর ২০২৪ ইং অনলাইন পত্রিকা ‘ডেইলি বাংলাদেশ’ এ “ভাড়া বাড়িতে নারীসহ হাতেনাতে আটক পুলিশ সার্জেন্ট, অতঃপর” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিকে কর্মরত সার্জেন্ট আইনুল হক সবুজ।তিনি বলেন্,’আমাকে নিয়ে যে মিথ্যা সংবাদটি প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যপ্রণীত।এ’বিষয়ে বানেশ্বর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মতিউর রহমান মতি’র কাছে জানতে চাইলে তিনি বলেন, “মোবাইল মারফত জানতে পারি ওবায়দুর রহমানের বিল্ডিংয়ের নিচে পুলিশের সাথে কিছু ছেলে পেলের ঝামেলা হচ্ছে, শোনা মাত্রই স্ব-শরীরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি ০৫ আগষ্ট স্বৈরাচার সরকার পতনের পরে সার্জেন্ট আইনুল হক সবুজের কাছে একটি কুচক্রী মহল বিভিন্ন ভাবে চাঁদা দাবি করে আসে,সার্জেন্ট আইনুল হক সবুজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন করে বলে তোকে নারী দিয়ে ফাঁসিয়ে দিব দেখি তুই কিভাবে চাকরি করিস।তিনি আরো বলেন তার বিরুদ্ধে মেয়ে সংক্রান্ত বিষয়টি সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন”।উক্ত ঘটনার বিষয়ে বানেশ্বর বনিক সমিতির সদস্য ও পুঠিয়া উপজেলা জাতীয়তাবাদী ছত্রদলের সাবেক সভাপতি,পুঠিয়া থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন,”ঘটার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম মেয়ে সংক্রান্ত বিষয়টি সম্পূর্ন মিথ্যা বানোয়াট একটি কুচক্রী মহল তার কাছে চাঁদা না পেয়ে তাকে বিপদে ফেলার চেষ্টায় লিপ্ত, তার বিরুদ্ধে যে সাংবাদটি প্রচার করে তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।তার বিষয়ে আমি খারাপ কোন কিছুর সাথে জড়িতোর সম্পৃক্ততা পাইনি।বানেশ্বর বনিক সমিতির সম্মানিত উপদেষ্টা মোঃ রায়হান আলী বলেন,আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম সার্জেন্ট আইনুল হক সবুজের বিরুদ্ধে মেয়ে ঘটিত যে অভিযোগ আনা হয়েছে ,সেখানে উপস্থিত যারা ছিল তাদের কে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে সংক্রান্ত বিষয়ে তারা কোন তথ্য প্রমান দিতে পারে নাই।কুচক্রী মহল চাঁদা না পেয়ে তাকে বিপদে ফেলার জন্য মেয়ে সংক্রান্ত ঘটনাটি রটিয়েছে।উক্ত ঘটনা স্থলের আশে পাশের দোকানদার,মোটরসাইকেল গ্যারেজ মালিক আলামিন,হোটেল মালিক স্বপন,তাদের কাছে উক্ত ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা বলেন,সার্জেন্ট আইনুল হক সবুজ একজন ভালো মানুষ,আমাদের সাথে সে কখনো খারাপ আচারণ করে নী, তার বিরুদ্ধে মেয়ে সংক্রান্ত বিষয়টি মিথ্যা।