এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন>>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আধিপত্য, জমি দখল ও চাঁদা দাবীকে কেন্দ্র করে জলদস্যুদের ছুরিকাঘাতে ইউনুস আলী প্রকাশ এরশাদ মাঝি (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছে।এ ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার রাত ৯টার দিকে এরশাদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়।এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে এই ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের বাবা রইছল হক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।নিহত এরশাদ মাঝি চরফকিরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন এবং একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি উপজেলার দিয়ারাবালুয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে।তিনি পেশায় একজন নৌকার মাঝি এবং তিন সন্তানের জনক ছিলেন।নিহতের ছোটভাই সামছুদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম ঘাটে লিজ নেয়া ভিটায় দোকানঘর নির্মাণ করতে যান এরশাদ মাঝি।এসময় চাঁদা দাবির পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় জলদস্যু নিজাম ডাকাতের নেতৃত্বে তার বাহিনীর সদস্য সমীর,জাবেদ,ওবায়েদ, জিয়া,সুজন,তারেকসহ সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।নিহতের বাবা রইছল হক জানান,হামলায় নিজাম ডাকাতের ছেলে সন্ত্রাসী সুজন আমার ছেলে এরশাদের পেটে ছুরি দিয়ে আঘাত করে।এতে তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার আরও তিন ছেলেকে জখম করেছে।আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।নিহতের ভগ্নিপতি মো. জয়নাল আবেদীন আলমগীর অভিযোগ করে বলেন,গত ৬ মাস আগে মুছাপুর ইউনিয়ন পরিষদ থেকে ৩০ হাজার টাকা নিয়ে মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মুছাপুর ক্লোজারের পশ্চিমের দায়ের খালটি ইজারা দেয়।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খালটি দখল করতে মরিয়া হয়ে উঠে স্থানীয় কিছু বিএনপি নেতা।বুধবার বিকালে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান ও বিএনপি নেতা বাবরের নির্দেশে স্থানীয় সমীর খাঁন,জাবেদসহ ১০-১৫ জন দায়ের খালে আমাদের মাছ ধরার জালটি কেটে তাদের জাল বসিয়ে দেয়।খাল দখলকারীরা বলে আওয়ামী সরকার এখন নেই তাদের সময়ের দেওয়া ইজারা ও নাই।এই বলে তারা খালটি দখলে নেয়।বৃহস্পতিবার সকালে আমিসহ আমাদের পরিবারের আরও চারজন সদস্য আমাদের জাল কেটে খাল দখল করে মাছ ধরার বিষয়টি জিজ্ঞাসা করতে চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম ঘাটে যাই।সেখানে স্থানীয় জলদস্যু নিজাম,তার ছেলে সুজন ও তারেক এবং তাদের আত্মীয় তারেক,বাবলু,রুমনের সঙ্গে আমাদের বাকবিতণ্ডা বেধে যায়।একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।পরবর্তীতে নিজাম ডাকাত ও তার লোকজন ইউনুছ আলী এরশাদকে তলপেটে ছুরিকাঘাত করলে তার নাড়িভুড়ি বের হয়ে যায়।এছাড়া আরও চারজনকে বেধড়ক পিটিয়ে আহত করে।পরে গুরুতর আহত এরশাদকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।রাত ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ফেনীতে এরশাদ মাঝির মৃত্যু হয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,এই ঘটনার সঙ্গে আমিও আমার ছোট ভাই বাবর কোনোভাবেই জড়িত নেই। এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।কোনো নেতা ষড়যন্ত্র করে আমাদের নাম বলাচ্ছে।এ বিষয়ে জানতে বাবরের মোবাইল ফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এঘটনায় ৫জনকে গ্রেফতার করে জেলা হাজতে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য তাদেরকে রিমান্ডে আনার আবেদন করা হবে।