মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীতে জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালনের সংবাদ সংগ্রহের সময় হামলা ও মারধরের শিকার হয়েছেন দৈনিক আজকের বার্তার সাংবাদিক শামীম আহমেদ।বৃহস্পতিবার সকালে পটুয়াখালী শহরের শের ই বাংলা সড়কে সুরাইয়া ভবনের সামনে পটুয়াখালী জেলা বিএনপির বিতর্কিত নেতা মোশারফ হোসেন দুলাল মাতবর এ হামলা চালায়।এ ঘটনায় দুলাল মাতবর সহ অজ্ঞাত বেশ কয়েকজন কে আসামি করে বৃহস্পতিবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার সাংবাদিক সামিম আহমেদ জানান,তিনি সহ একাধিক গণমাধ্যমের কর্মিরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়।এ সময় দলটির জেলার সিনিয়র নেতাদের বক্তব্য শেষ হওয়ার পরে একটি র্যালী বের হলে।এ সময় সাংবাদিক শামীম আহমেদ ঐ প্রোগ্রামের চিত্র ধারন করছিলেন।হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগে দুলাল মাতবর সহ অজ্ঞাতরা এসে শামীমের উপর হামলা চালায় এবং মারধর করতে থাকে। সামিম আহমেদ আরও জানান,বেশ কয়েক বছর আগে দুলাল মাতবরের জমি দখল ও গাছ কেটে নেয়ার বিষয় একটি সংবাদ প্রকাশ করেছিল।ওই সংবাদ টি ইউটিউব চ্যানেল থেকে ডিলেট করতে দুলাল মাতবর হুমকি দিয়ে আসছিলেন।তবে সামিম প্রকাশিত রিপোর্ট টি ডিলেট না করায় পরিকল্পিত ভাবেই তার উপর হামলা চালানো হয়েছে।পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান,সাংবাদিক কে মারধর করার ঘটনায় মামলা রুজু করা হয়েছে।পরবর্তী আইনত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷