এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ >>>চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর গ্রামের পতীত স্বৈরাচারের দোসর ভূমি দস্যু আবদুল্লাহ আল মামুন ও গংদের বিরোদ্ধে ৫ টি পরিবারের যৌথ সম্পত্তি জোর পুর্বক দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।৭ নভেম্বর’২৪ ইং বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় চট্টগ্রাম নগরীর লাভ লেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ক্ষতিগ্রস্থ ৫ পরিবারের অন্যতম প্রতিনিধি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুর গ্রামের জান আলী চৌধুরী বাড়ীর মরহুম শাহ আলম চৌধুরীর পূত্র মোঃ সাইফুল ইসলাম।লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, রহিমপুর গ্রামের ভূমি দস্যু পতীত স্বৈরাচারী সরকারের দোসর আব্দুল্লাহ আল মামুন, পিতা- আব্দুল খালেক চৌধুরী, কামরুল ইসলাম ইকবাল, পিতা- মরহুম হাজী ফরিদ আহামদ, জসিম উদ্দিন চৌধুরী, পিতা- মরহুম ওমদা মিয়া চৌধুরী, সৈয়দ আতাউল হক, পিতা- মরহুম সৈয়দ আহামদ হোসেন, মির্জাখীল ছিপাতলীর কাসেম কন্ট্রাক্টর, গুমান মর্দনের মো: ছবুর এই ৬ জনের বিরোদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে ভূঁয়া দলিল সৃজন করে ক্ষতিগ্রস্থ ভিকটিম সাইফুল ইসলাম গংদের হাটহাজারী উপজেলার ফটিকা মৌজার ১৫২ নং আর এস খতিয়ানের আরএস ১৪১৮৭ বিএস জরীপের ১৬৬০ নং খতিয়ানের বিএস ১৩৫৯৩ দাগের আন্দর ৩ শতক, ১৩৫৯৪ দাগের আন্দর ৯ শতক এবং ১৩৫৯৫ দাগের আন্তর ৩.৭৫ শতক মোট ১৫.৭৫ শতক জলে পাড়ে জাযগা অভিযুক্ত গংরা জবরদখল করিয়া ক্ষতিগ্রস্থ সাইফুল ইসলাম গংদের নিঃস্ব করার অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বর্ষিয়ান মুরব্বি সাইফুল ইসলাম জবরদখলকারী ভূমিদস্যুদেরকে বিরোধীয় জায়গায় ঢুকতে নিষেধ করলে জবরদখলকারীরা সাইফুল ইসলাম গংয়ের ৫ পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী দিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ হামলা করে প্রানে মেরে ফেলার হুমকিও প্রদান করেন। এমতাবস্থায় জানমালের নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানায় অভিযোগ সহ সহযোগিতা চাওয়া হলে রাজনৈতিক বিবেচনায় থানা পুলিশ রহস্যজনক নীরবতা পালন করে বলেও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মোঃ সাইফুল ইসলাম, রেশাদ মোঃ ইনতিহার চৌধুরী, মোঃ সাকিব খান, মোঃ সাঈদ খান ও প্রতিবেশি মুরব্বি মোঃ আব্দুর রহমান চৌধুরী।বক্তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাস্ট্র ুউপদেষ্টা, ভূমি উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ঠ কতৃপক্ষ ও প্রশাসনের কাছে স্বৈরাচারের দোসর ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বেদখলীকৃত সম্পত্তি উদ্ধারে আইনগত সহযোগিতা কামনা করেন।