কলমে রিতুনুর >>>
একটু নুইয়ে সাগর জলে চুল ধুয়ে
নীল আকাশটা দেখি,
আহা লাগছে সেকি।
মনে হচ্ছে এর চেয়ে
বড় সুখ নাই,
হেমন্তের শুরুতেই কক্সবাজার যাই।
রাত যখন গভীর হয়,
ভালোবেসে সাগর কথা কয়।
বার-বার ছুটে আসে
ঢেউয়ের সাথে সফেদ
ফেনিল জলরাশি,
দেই মুচকি হাসি।
থেকে থেকে কালো মেঘ জমে,
কখনো কখনো ভয় দেখিয়ে আবার দমে,
দমে দমে হরদম,
ঘোড়ার গাড়ি ছুঁটে আসে টমটম।
চেচিয়ে উঠি আহা এত সুখ
দেখিনিতো আগে,
নতুন করে পৃথিবীতে বাঁচতে সাধ জাগে।
এবার সবায় মিলে হেঁড়ে গলায়
ছেড়ে গান ধরি,
আর কত সাগর সুখ বর্ণনা করি।