
জানা যায়, মাঠ পর্যায়ে পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দেশজুড়ে হাটবাজার ও কারখানায় অভিযান চালানো হবে। এসব বিষয় কেন্দ্রীয়ভাবে মনিটর করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাঁচ সদস্যের কমিটি। এর আগে ২০০২ সালে সরকার আইন করে সাধারণ পলিথিনের উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করলেও মাঠ পর্যায়ে আইনটির বাস্তবায়ন করা যায়নি। অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে বিগত বছরে পলিথিনের ব্যাগ পরিবেশের হুমকি হয়ে দাঁড়িয়েছে। খাল, নালা–নর্দমায় পলিথিনের স্তূপের কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্লাস্টিক ফাউন্ডেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে প্রায় তিন হাজার কারখানায় প্লাস্টিক ও পলিথিন তৈরি হয়। এসব প্রতিষ্ঠানে দিনে ১ কোটি ৪০ লাখ ব্যাগ উৎপাদন হয়। বাজার মনিটরিং ও বিকল্প–দুটিকেই গুরুত্ব দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সমপ্রতি বলেছেন, আগেও পলিথিন বন্ধের উদ্যোগ অনেকখানি সফল হয়েছিল শুধু বাজার মনিটরিংয়ের কারণে। পলিথিনের বিকল্প নিয়েও কাজ চলছে। তবে দেশে সব সময়ই পলিথিনের সুস্পষ্ট বিকল্প ছিল। এখন পাট, কাপড় ও কাগজকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।
নগরের বিভিন্ন মুদি ও কাঁচাবাজারের দোকানগুলোতে অবাধে চলছে পলিথিনের ব্যাগের ব্যবহার। গ্রাহক ও দোকানি অনেকেই জানেন না পলিথিন ব্যাগ যে নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন বাজার ঘুরে কাউকে বাসা থেকে ব্যাগ আনতে দেখা যায়নি। সবাই দোকান থেকে দেওয়া পলিথিনের ব্যাগে বাজার করতে দেখা গেছে। দোকানদাররা জানান, সরকার পলিথিন নিষিদ্ধ করেছে শুনেছি। কিন্তু মানতে কাউকে দেখছি না। বাজারে অনেকে ব্যাগ নিয়ে আসে না। প্রায় সবাই খালি হাতে বাজারে চলে আসে, এখন ব্যাগ না দিলে কাস্টমার অন্য দোকানে চলে যায়। যার কারণে বাধ্য হয়ে দিতেই হয়। এছাড়া সবাই আগের মত পলিথিনে বেচাকেনা করছে। অভিযান করতেও কেউ আসেনি। কয়েকজন ক্রেতা জানান, পলিথিনের ব্যবহার বন্ধ করতে হলে এর সরবরাহ আগে পুরোপুরি বন্ধ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পলিথিন নিয়ে শীঘ্রই মাঠে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম নগরের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরিন সৌরভ। তিনি আজাদীকে বলেন, আমরা আজ (শুক্রবার) বিভিন্ন জায়গায় পলিথিন বর্জন করার জন্য ক্যাম্পেইন করেছি, লিফলেট বিতরণ করেছি। মানুষদের সতর্ক করেছি। যাতে পরে কেউ বলতে না পারে যে আমরা এটা জানতাম না। এছাড়া বাজার ব্যবসায়ী এবং দোকানদারসহ প্রশাসনের ব্যক্তিবর্গদের নিয়ে আমরা স্টেকহোল্ডার বৈঠক করেছি। সবাইকে সাবধান করে দেওয়া হয়েছে যে আমরা অভিযানে যাব। তিনি বলেন, গত ১৫ বছর যে পরিমাণ পলিথিন ব্যবহার হয়েছে এর আগের ৮০ বছরেও এই পরিমাণ পলিথিন ব্যবহার হয়নি। তার মানে দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে পলিথিনের ব্যবহার। আমাদের সচেতন হতে হবে। বিকল্প ব্যবহারে প্রথম প্রথম কষ্ট হবে পরে ঠিক হয়ে যাবে। আমরা বাজার ঘুরে পলিথিনের বিকল্প ব্যাগ ব্যবহার করতে বিক্রেতাদের চেয়ে ক্রেতাদের বেশি অনীহা লক্ষ্য করেছি। নানাভাবে পলিথিনের বিকল্প তৈরি করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।