
কলমে মুবিনুল হক >>>
বাবার বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে যে,
সেখানে কোনো ভয় নেই, নেই দুঃখের ছোঁয়া।
স্নেহের এই গভীরতায় মিশে আছে প্রাণ,
বাবার বুকই যেন সন্তানের জীবনের টান।
বাবার কোলেই সন্তানের প্রথম শান্তির ঘর,
তাকে ঘিরে ভালোবাসা ছড়ায় নিরন্তর।
জীবনের যতই আসুক ঝড়-ঝঞ্ঝা,
বাবার বুকে থাকলে তা যেন থাকে দূরের কথা।
বাবার হাতের স্পর্শে সন্তান খুঁজে পায় আলো,
সেই বুকে লুকিয়ে আছে সব মায়ার ভালো।
পৃথিবীর যত বাঁধা আসুক পথে,
বাবার বুকই সন্তানের স্বপ্নের কুঁড়ি হয়ে ফুটে।
বাবা আর সন্তানের এই অটুট বন্ধন,
সেখানে মিশে আছে জীবনের সর্বোচ্চ পণ।
বাবার বুকে ঘুমিয়ে থাকা সেই মধুর স্মৃতি,
যেখানে ভালোবাসা বয়ে চলে অবিরত নদীর গীতি।