
সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রব ( রবু মিয়া) ইন্তেকাল করিয়াছেন।( ইন্না… রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।তিনি দীর্ঘদিন যাবৎ বহু জটিল শারীরিক সমস্যায় ভূগছিলেন।মঙ্গলবার সকালে তিনি বুকে ব্যাধা অনুভব করলে দ্রূত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১:৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও তিন মেয়ে, মেয়েদের জামাতা নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি ৪ নং বাংলা বাজারের মেসার্স রব স্টোর ও ছিন্নমূল মিনি স্টোন ক্রাশারের অন্তর্ভুক্ত রব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছিলেন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর হোসেন, শ্রীপুর পাথর কোয়ারী ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ,ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আবু সুফিয়ান বিলাল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ ব্যবসায়ী মহলের অন্যান্যরা।মঙ্গলবার বাদ মাগরিব রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মাঠে তার নামাযে জানাযা সম্পন্ন করা হবে।বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় জামাতা ফয়জুর রহমান খান।এ দিকে মরহুম পিতার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন মরহুমের বড় ছেলে গ্রীন বার্ডস কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ আলি হোসাইন।