
সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরে বাংলাদেশ জাতীয় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫১ তম গ্রীষ্মকালিন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ই অক্টোবর) বেলা ১১:০০ ঘটিকায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এবারে তিনটি ইভেন্টে উপজেলার ২৩টি মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।ইভেন্ট গুলো হলো কাবাডি,দাবা ও সাঁতার প্রতিযোগিতা।প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।উদ্বোধনী অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে পুকুড়ে বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী,উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন,বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল সহ বিভিন্ন মাধ্যমিক স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,ক্রীড়া শিক্ষক সহ প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা।আগামীকাল ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর দ্বিতীয় দিনে দাবা ও কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।