
মোহা:ইমাম আলী
বাবা মানে গাছের শিকড়,
বটবৃক্ষের ছায়া।
বাবা মানে স্নিগ্ধ বাতাস,
আগলে রাখার ছায়া।
বাবা মানে দুঃখ কষ্ট,
সুখের অভিনয়!
বাবা মানে শাসন শোষণ,
উষ্ণ শীতল মায়া।
বাবা মানে আমায় নিয়ে,
ভাবিতে থাকে যিনি!
এই ধরার সবচেয়ে আপন,
আমার বাবায় তিনি
আমার বাবা আমার কাছে,
হিরার ছেয়ে দামী।
হয় না তবু বাবার কাছে
আমার শত ভুল।
সৃষ্টির জগতে শ্রেষ্ঠ তিনি,
অমর থাকুক অবনী।