
নিউজ ডেস্ক >>> চট্টগ্রামের সাতকানিয়া ১নং চরতি ইউনিয়ন ৯নং ওয়ার্ড রূপনগর সুইপুরা পুরো রাত মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ কেজি মাদর উদ্ধার করে অত্র গ্রামবাসী।দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলো এই মাদক ব্যবসা,মাদক উদ্ধার করতে পারলেও মাদক পাচার কারী কে আটক করতে পারেনি টল দেওয়া মহল।অভিযানে অংশ গ্রহণ করে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীরা,সাথে ছিলেন ৯নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আব্দর রশিদ সহ আরো অনেকেই।বিভিন্ন সুত্রে জানা যায়,এর আগেও নাকি এক মদ ব্যবসায়ী কে এরকম অভিযান পরিচালনা করে (এক প্রভাবশালী মহিলা কে) তাড়া করেছিলো এলাকাবাসী অভিযান পরিচালনা কারীরা জানায়,অত্র যুবসমাজের নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে এরকম অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে সর্বদা রুখে দেওয়ার প্রতিশ্রুতি দেয়ার আশ্বাস দেন।