
নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ডের উদ্যোগে ১২ রবিউল আউয়াল উপলক্ষে সীরাত আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।ওয়ার্ড সভাপতি আরিফ চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি ফারুক হোসেনের পরিচালনায় সীরাতুন্নবী (সঃ) ও কর্মি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি তারেক হোসাইন, ইউনিয়ন সভাপতি আবু বক্কর সিদ্দিক, মাওলানা জাকারিয়া, ডাঃ জাফর উল্লাহ, সহ-সভাপতি মোহাম্মদ জকরিয়া, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইলিয়াস,প্রমুখঃ।বক্তারা তাদের আলোচনায় বলেন, আল্লাহ ছুবহানা তায়ালা অন্ধকার সমাজকে আলোকিত করতে মানব জাতীর জন্য রহমত স্বরুপ প্রিয় নবী(সঃ) কে নবুয়ত ও রেসালত সহ দুনিয়ায় পাটিয়েছিলেন। তাঁর সীরাত বা জিবনী অনুসরনের মাধ্যমেই মানব জাতীর কল্যান ও পরকালীন মূক্তি নিহিত। সংকটময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রিয় নবীজির আদর্শের আলোকেই সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, এর কোন বিকল্প নেই।