মোঃ নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>> কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্নার উপর হামলা ও স্বেচ্ছাসেবক দলের দিদার হত্যার প্রতিবাদে শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল শনিবার বিকাল ৪ টার দিকে শিবগঞ্জ ডাকবাংলা থেকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিবগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে এসে সমবেত হয়ে,এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল ফারুক কুইন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জানিবুল ইসলাম জসি,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় ক মোঃ জাহিদ হাসান বিশ্বাস,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মখলেসুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুল ইসলাম জোহা,শিবগঞ্জ পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল বারী,শিবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন,সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার ও বিচারের কাটগড়ায় দাড় করানোর দাবি জানায়।