
আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> তারুণ্যের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ পাওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জে আনন্দ মিছিল করা হয়েছে।সোমবার রাতে ছাত্র,যুব ও গণ অধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে ওই পরিষদের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়।জনতার অধিকার,আমাদের অঙ্গিকার এ স্লোগানে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।পরে নেতা-কর্মী ও বাজারের ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একে উদার,উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ,সাধারণ সম্পাদক রোমানুজ্জামান রোমান,গণ অধিকার পরিষদের উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আহবায়ক ওবায়দুল হক,সদস্য সচিব রাকিব শাহ্ প্রমুখ।এসময় নেতা-কর্মীরা নতুন রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদের নিবন্ধন ও ট্রাক প্রতীক বরাদ্দ পাওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।