
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদা সহ ৮ জনের বিরুদ্ধে দ্রুতবিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মামলাটি করেন দশমিনা উপজেলার খারিজা বেতাগীর মৃত আবুল কাশেম মৃধার ছেলে আশ্রাব মৃধা।অভিযোগ আমলে নিয়ে ৭ দিনের মধ্য পিবিআই পুলিশ সুপারকে প্রতিবেদন দিতে বলেন বিচারক আশিকুর রহমান।অ্যাডভোকেট আবুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।অপর আসামিরা হচ্ছেন- যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত লুৎফর রহমান,সুমন সরদার,শামীম সরদার, রিপন হাওলাদার,শাহিন মৃধা,সোহাগ সরদার এবং রুবেল মৃধা। এছাড়া ও অভিযোগে ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।মামলায় বাদী উল্লেখ করেন- সাবেক এমপি এসএম শাহজাদার চাচাতো ভাই সুমন সরদার ও শামীম সরদার ২০২৩ সালের ২৬ জানুয়ারিতে বাদীর ওপর হামলা চালিয়ে জখম এবং দুইটিমোটর সাইকেল ও বসত ঘরে ভাঙচুর চালায়। এ ঘটনায় দশমিনা থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন।এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ৯ এপ্রিল বাদীর পরিবারের ওপর হামলা চালিয়ে ১০ লাখ টাকা দাবি করে পূর্বের মামলা প্রত্যাহারে প্রভাবিত করে।ঘটনার পর সরকারি দলের প্রভাবে মামলা করতে সাহস পায়নি বলে মামলায় উল্লেখ করেন বাদী।